ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ১১-১৩ মার্চ ৬ষ্ঠ কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমীর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফখরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির, এনডিসি পিএসসি, মো. জসিম উদ্দিন, মার্কেটিং অ্যান্ড সেলস সিনিয়র জিএম সৈয়দ নজরুল আলম, মানবসম্পদ ও প্রশাসনের জিএম মো. আবু সুফিয়ান, এ্যাসিটেন্ট ম্যানেজার, মিজান-উল-হক। অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
প্রধান অতিথি বলেন টানা ৬ষ্ঠ বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত, এ ধরনের টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কেএসআরএম’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি কেএসআরএমের এ আয়োজন ধারাবাহিকতা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
র্যাফেল ড্র ও খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঊষার আলো-এমএনএস