UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ৮১ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ঘন্টায় দেশে করোনায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লাখ ৭২ হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ১দিনে সুস্থ হয়েছেন তিন হাজার ২৩০ জন। এ নিয়ে মােট সুস্থ হলেন সাত লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। এদিনে মোট ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯.৯৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৩ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৭ জন এবং মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)