UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবসরের পাঁচ বছর পর ফের জাতীয় দলে ইব্রাহিমোভিচ

ঊষার আলো
মার্চ ১৭, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবসর নেওয়ার প্রায় পাঁচ বছর পর পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন সুইডেনের রেকর্ড গোলদাতা এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

গত বছরের নভেম্বরে একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার। সুইডেনের কোচ হেন অ্যান্ডারসন তারপর মিলানের উদ্দেশ্যে উড়াল দেন ইব্রার সঙ্গে সাক্ষাৎ করার জন্য।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সুইডেন বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে জর্জিয়ার। তার ৩ দিন পর সুইডিশরা খেলবে কসোভার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের এ দুই ম্যাচের জন্য অ্যান্ডারসন তার স্কোয়াডে রেখেছেন ইব্রাকে।

জাতীয় দলে ফেরার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ইব্রাও। তার অফিসিয়াল টুইটার পেজে সুইডেনের জার্সি পরিহিত একটি ছবিও পোস্ট করেছেন এই মিলান তারকা।

(উষার আলো-এফএসপি)