UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬ জন

koushikkln
জুন ২৯, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় (২৯জুন) করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১১৬ জন করোনা পজেটিভ হয়েছেন। ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘন্টায় জেলায় সংক্রমণের হার ৫১ শতাংশ।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিম মঙ্গলবার সকালে বলেন, বাগেরহাটের করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় এখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৩ হাজার ২৯২ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন দুই হাজার ১০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সকালে বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় আরও ১১৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৫০ দশমিক ৬৭ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ৪ শতাংশ বেশি।