UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংকে বাপা’র সিলিন্ডার প্রদান

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার পক্ষ থেকে ১ জুলাই বৃহস্পতিবার সকালে দিগরাজ বাজারে পরিবেশবাদী সংগঠন শুদ্ধপ্রান অক্সিজেন ব্যাংকে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বৃহস্পতিবার(১জুলাই) সকাল সাড়ে ১১টায় দিগরাজ বাজারে অক্সিজেন সিলিল্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, শুদ্ধপ্রাণথর সভাপতি দীপক চন্দ্র রায়, বাপা নেতা মোঃ আলম গাজী, শুদ্ধপ্রাণ’র লাবন্য হালদার, জিহাদ সরদার টনি, মোল্লা শোয়েব ইসলাম সাইফ, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল প্রমূখ। অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে অনির্ধারিত এক সমাবেশে বক্তারা বলেন প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের কোন বিকল্প নেই। বক্তারা বলেন দিগরাজ শিল্প এলাকায় করোনা আক্রান্তথর হার বেড়ে যাওয়ায় শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
(ঊষার আলো-আরএম)