UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে শেখ তন্ময় এমপি উদ্যোগে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

koushikkln
জুলাই ১, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট:  চলমান করোনাকালিন রোগীদের সব থেকে গুরুত্বপূর্ন অক্্িরজেন। এ বিষয়টি উপলব্ধি করে বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বাগেরহাটে অক্সিজেন ব্যাংকের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) বেলা ১১ টার দিকে শহরের পুরাতন কোট মসজিদের সামনে অক্সিজেন ব্যাংকের কায্যক্রম উদ্বোন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বিএমএ নেতা ডাঃ মোশারেফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।
অক্্িরজেন ব্যাংকের কার্য্যক্রম বিষয়ে উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে জেলা ছাত্রলীগের তত্বাবধানে এ অক্সিজেন সেবা কাজ চলবে। ০১৮৮৬-৩০৫৩০৯ নং- হট নম্বরে ফোন দিলে রোগির বাড়ী অক্সিজেন পৌছে দিবেন ছাত্রলীগের স্বেচ্ছা সেবকরা। এ জন্য ১০ টি মটর সাইকেল প্রস্তুত রাখা হয়েছে।
অক্্িরজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা কালিন মানুষের সেবায় সংসদ সদস্য শেখ তন্ময়ের এ উদ্যোগ খুবই মানবিক। হট লাইনে ফোন করি অক্্িরজেন যাবে আপনার বাড়ী এ শ্লোগান যাতে যথাযতভাবে বাস্তবায়ন হয় সেজন্য সকলেরই সহযোগিতা থাকতে হবে। এর আগে এমপি মহোদয়ের উদ্যোগে করোনা রোগিদের নমুনা বাড়ী বাড়ী গিয়ে সংগ্রহ ও পরীক্ষা করার কর্মসূচি অব্যাহত রয়েছে। যা প্রশংসনীয় হয়েছে।