UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় তাপপ্রবাহে ৪৮৬ জনের প্রাণহানি

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গত ৫ দিনে তীব্র তাপপ্রবাহে অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাদেশিক কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন।

প্রদেশের মৃতদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লিসা ল্যাপোইন্টি বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা জানা গেছে। তিনি জানান, ‘আমাদের বিশ্বাস এ মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়। এটি নিশ্চিত হতে হবে।’

লিসা আরও জানান, যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে, ঘরে তীব্র গরম ও বাতাস আসা-যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা ৪৮৬ জন। তবে পরীক্ষা কেন্দ্রে আরও মৃত্যুর খবর আসছে বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে, বুধবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গ্রামটির ৩শ বাসিন্দাকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন মেয়র। এক বিবৃতিতে মেয়র জানান, ‘সব বাসিন্দাকে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

(ঊষার আলো-আরএম)