UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ২, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৭জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ২জন, বাগেরহাটে, নড়াইল ও মেহেরপুরে ১জন করে মারা গেছেন।

শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৩৬ জন। গত২৪ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৬৩ জনের। এ সময় মৃত্যু হয়েছে ২৭৪ জনের আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৯০ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৯ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯ জন এবং মারা গেছেন ৭৪ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৯১ জন।যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৮০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯০ জন। মোট মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আর সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭০ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৩৯ জন। মোট মৃত্যু হয়েছে ৪৮ জন, আর সুস্থ হয়েছেন দুই হাজার ৭৫ জন। মাগুরায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ২৭ জনের আর সুস্থ হয়েছেন ১ হাজার ২৯০ জন। ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছে ১৩২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৭৪ জন। মোট মৃত্যু গেছেন ৯৭ জনের, আর সুস্থ হয়েছেন তিন হাজার ৫৫ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৭ জন। মোট মারা গেছেন ২২৫ জন ও সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৭ জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন।মেহেরপুরে শনাক্ত হয়েছে ৭৩ জনের দেহে। মারা গেছেন ৫৫ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৬ জন।

(ঊষার আলো-আরএম)