UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজার ৪৮৩

usharalodesk
জুলাই ৩, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলে মোট ১৪ হাজার ৭৭৮ জন।
১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।
২ জুলাই শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছে ৪ হাজার ৫০৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ী ফিরেছে ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন করোনায় মারা গেছে। তাদের মধ্েয সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় ১৩ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

(ঊষার আলো- এম.এইচ)