UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনায় ১৫৪ জন সংক্রমিত, মৃত্যু ১

usharalodesk
জুলাই ৪, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনা ভাইরাসে নতুন করে আরো ১৫৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ সময়ে মারা গেছে ১ জন। ফলে জেলায় সংক্রমণের হার দাড়ায় ৪৬.২৪ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৩ হাজার ৭৬৭ জনে। রবিবার(৪জুলাই) সকালে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৩৩৩ জনের নমুনা পরিক্ষায় নতুন করে আরো ১৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে ১ জন। এ নিয়ে জেলায় করোনা পজেটিভ অবস্থায় মোট মারা গেছেন ৮৮ জন। এ ছাড়া সদর ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন রবিবার সকাল পর্যন্ত ৫৬ জন। এর মধ্যে নারী রোগি আছেন ২২ জন।

(ঊষার আলো-আরএম)