UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর রেকর্ড ১৫৩

ঊষার আলো
জুলাই ৪, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় দেশে আরও ১৫৩ জনের মৃত্যুর হয়েছে। যা দেশে ১দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৬৬১ জনের দেহে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে। রবিবার(৪জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। গত শনিবার করোনায় ১৩৪ জনের মৃত্যু এবং শনাক্ত ৬ হাজার ২১৪ জনের হয়েছে। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। টেস্ট করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার হলো ২৮ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জন খুলনার এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন রয়েছে । মৃতদের মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৫৭ জন।

(ঊষার আলো-আরএম)