মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মনিরামপুরে ক্রমবর্ধমান করোনা রোগীদের সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে স্বেচ্ছাসেবি সংস্থা তাকওয়া ফাউন্ডেশন। সোমবার (০৫ জুলাই) দুপুরে সংস্থার সদস্যদের হাতে সাতটি অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী তুলে দেন জামেয়া ইমদাদিয়া মাদানিনগর মাদ্রাসার মুহতামিম আব্দুর রশীদ বিন ওয়াককাস। এর মধ্যদিয়ে যশোর অঞ্চলে অক্সিজেন সেবা শুরু হয়েছে তাকওয়ার। তাকওয়া ফাউন্ডেশনের যশোর জেলা সমন্বয়ক নাসিম খান, কেন্দ্রীয় সদস্য আশরাফ ইয়াসিন, কাজী সবুজ, হাসান আল মামুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
গতবছর থেকে করোনায় মৃতদের দাফনকাফন করে আলোচনায় আসেন তাকওয়ার সদস্যরা। ইতিমধ্যে যশোর অঞ্চলে তারা ৩৬ জনের দাফন সম্পন্ন করেছেন। নাসিম খান বলেন, করোনা বা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টেভোগা কোন রোগীর স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করলে রোগীর বাড়ি বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে যাবে।