UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুই সহকর্মীকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদাম ঘরে নিযুক্ত দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন অপর এক কর্মী। এরপর পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে আত্মহত্যা করেন ওই কর্মী।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে রাউন্ডি ডিস্ট্রিবিউশন সেন্টারের দুই কর্মকর্তাকে কারখানায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য সেই ব্যক্তি ফোন করেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন, মিথ্যা কথা বলে তাদেরকে ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও দু’জনের মরদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থাতে উদ্ধার করা হয়। তবে পরে তার মৃত্যু হয়। কিভাবে ওই দুই সহকর্মীকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি পুলিশ।

গভর্নর টনি রিভার্স এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ওই দুই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে।

তবে হতাহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু ৩জনই বিশ বছরের বেশি সময় ধরে সেই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। কাজেই তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী। তাদের মধ্যে কোনো প্রকার শত্রুতা ছিল কিনা সে বিষয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।

(ঊষার আলো-এফএসপি)