ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনেরে দেহে করোনা সনাক্ত হয়েছে । একই সময়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে। মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন আট লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
(ঊষার আলো-আরএম)