UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনা ভাইরাসে নতুন ১১৮ জন সংক্রমিত ,মৃত্যু ৩

koushikkln
জুলাই ৭, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটে করোনা ভাইরাসে নতুন করে আরো ১১৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪০১ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন আরো ৩ জন। ফলে বাগেরহাট জেলায় সংক্রমণের হার ২৯.৪২ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৪ হাজার ১৩৮ জনে। আর এ পর্যন্ত করোনা পজেটিভ অবস্থায় মোট মারা গেছেন ৯৫ জন। বুধবার সকালে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৪০১ জনের নমুনা পরিক্ষায় নতুন করে আরো ১১৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় করোনা পজেটিভ অবস্থায় মোট মারা গেছেন ৯৫ জন।

এ ছাড়া সদর ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন বুধবার সকাল পর্যন্ত ৫১ জন। এদিকে, করোনা প্রতিরোধে সরকারের দেয়া কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা কালেক্টরেটের নির্বাহি ম্যাজিষ্ট্রেটরা জনবহুল ও গুরুত্বপূর্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত জেলা শহরের মিঠাপুকুর পাড় মোড়ে সেনা বাহিনীর সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত বসিয়ে স্বাস্থ্য বিধি-পালনে জনগনকে সচেতন করেছে। এ সময়ে জনস্বার্থে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলা দেয় এবং অর্থ দন্ড করেন। নির্বাহি ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরি বলেন, করোনা প্রকোপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ কারনে সরকারের দেয়া বিধি নিষেধ বাস্তবায়নে সেনা সদস্যদের সমন্বয়ে আমরা চেক পোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। যারা বিধি-নিষেধ না মেনে বাইরে আসছে তাদের কে বিধি-নিষেধ বিষয়ে এবং করোনার ভয়াবহতা বিষয়ে সচেতন করা হচ্ছে।