UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় স্বাস্থ্যবিধি মেনেই আসতে হবে: প্রধানমন্ত্রী

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বইমেলায় আসতে হবে এমনটি বলেছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অমর ২১শে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বঙ্গবন্ধু রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না-১৯৫২’ এর আনুষ্ঠানিক প্রকাশনা। শেখ হাসিনা এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী মনোনীতদের মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ হস্তান্তর করেছেন।

(ঊষার আলো-আরএম)