UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খুলনা বিভাগে আরও ৪৬ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ১০, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সনাক্ত হয়েছেন ৭৭২ জনের দেহে। খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩৩ জনে। শনিবার (১০ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা এই বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা যায়, এ দিনে বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে এবং নড়াইলে ২ জন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জনের দেহে এবং আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।

(ঊষার আলো-আরএম)