UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ১০, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৮৯ জনের। নতুন করে আরও ৮ হাজার ৭৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। শনিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৫৬ শতাংশ। সুস্থতার হার ৮৬.০১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬০ শতাংশ। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৫১ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১১ জন ও ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)