আরিফুর রহমান,বাগেরহাট: মহামারি করোনায় বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ১৪৪ জন মানুষ নতুন সংক্রমিত হয়েছেন। ৪৫১ জনের নমুনা পরিক্ষায় ১৪৪ জন পজেটিভ হিসাবে সনাক্ত হন। এ সময়ে মারা গেছেন আরো ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৫৬২ জন। আর মোট মারা গেছেন ১০০ জন। যা সিভিল সার্জন অফিসের হিসাব মতে।
বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির রবিবার (১১ জুলাই) সকালে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫১ জনের নমুনা পরিক্ষায় ১৪৪ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩১.৯২ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৪১৮ জন সংক্রমিত হলেন। আর মোট মারা গেছেন ১০০ জন। রবিবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন।