UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকল সরকারি অফিসের কাজ অনলাইনে করার নির্দেশ

usharalodesk
জুলাই ১১, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধকালে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো অনলাইনে (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন সরকার। রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনার বিস্তার রোধে চলমান  বিধি-নিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস এবং সেবা কার্যক্রম চালু রয়েছে।  সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

(ঊষার আলো-আরএম)