UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই  মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। এছাড়া, দোকানপাট এবং শপিংমল খোলা থাকবে। কিন্তু ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত পুনরায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)