UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গেইলের ৭ ছক্কায় হেরে গেল অস্ট্রেলিয়া

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্রিস গেইলের দাপট কমেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ‘ইউনিভার্স বস’ দেখা দিলেন চেনা চেহারায়। তার ঝড়ো ফিফটিতে উড়ে গেল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজে টানা ৩ জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় অজিদের তারা ছয় উইকেটে হারিয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪১ রান সগ্রহ করেন। ক্যারবীয় বোলাররা ছিলেন দুর্দান্ত। বোলিংয়ে তারা অজিদের নাস্তানাবুদ করে ছাড়েন। ২৯ বলে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোইসে হেনরিক্স। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩১ বলে ৩০, অ্যাস্টন টিউনা ২২ বলে ২৪ এবং ওপেনার ম্যাথু ওয়েড ১৬ বলে ২৩ রান করেন। দুই উইকেট নেন হেইডেন ওয়ালশ। বাকি ৩ উইকেট ৩ বোলার ভাগ করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় চার রানেই আন্দ্রে ফ্লেচারকে (৪) শন মার্শের তালুবন্দি করেন মিচেল স্টার্ক। এরপর উইকেটে আসেন ক্রিস গেইল। ৩৩ বলে ফিফটি করেন। অবশেষে ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ৭ ছক্কায় গেইল যখন ৬৭ রানে আউট হয় তার দল তখন জয়ের দ্বারে। অধিনায়ক নিকোলাস পুরান ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল (৭*) ২ বল খেলার সুযোগ পেয়েছিলেন, ১ বলে মারেন ছক্কা। এমনকি ২৫ বল হাতে রেখিই জিতে যায় উইন্ডিজ। ম্যাচসেরা হলেন ক্রিস গেইল।

(ঊষার আলো-আরএম)