UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ছয় দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঊষার আলো
মার্চ ১৮, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৬ দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
চিংড়ি বাংলা লিমিটেড সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, জেলা ফুটেবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, বিশিষ্ট্য সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করছেন, বাংলাদেশ ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের ইন্সট্রাক্টর ও ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নাজমুল হুদা ও সুজিত কুমার ব্যানার্জি।
প্রশিক্ষণ কোর্সে সাতক্ষীরা জেলার ৭১ জন যুবক অংশ গ্রহণ করেছেন। আগামী ২৩ মার্চ সনদ বিতরনের মধ্য দিয়ে এই কোর্স শেষ হবে।

ঊষার আলো-এমএনএস