UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে তালেবান যেসব এলাকা দখলে নিলেন

usharalodesk
জুলাই ১৪, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে এলাকার পর এলাকা দখলে নিচ্ছে তালেবান। নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন প্রদেশে হচ্ছে লড়াই। এর মধ্যে মঙ্গলবার(১৩জুলাই) দেশটির বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন ও খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সংঘর্ষ চলছে ফারিয়াব প্রদেশেও। লড়াইয়ের কারণে এসব এলাকা থেকে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন ভিন্ন স্থানে।বামিয়ান প্রদেশের ১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রেজা ইব্রাহিম বলেন, বামিয়ানের ২০ হাজার পরিবার অন্যান্য জেলায় আশ্রয় নিয়েছে। কান্দাহার, গজনি-বামিয়ান প্রতিটি এলাকার মানুষই সাম্প্রতিক পরিস্থিতির কারণে আতঙ্কিত।গজনির পরিস্থিতি ভালো নয়। আবাসিক এলাকায় অবস্থান নিয়েছে শত্রুরা। যদি আফগান সরকার যুদ্ধ ব্যবস্থাপনার পরিবর্তন না আনে একের পর এক জেলা হাতছাড়া হয়ে যাবে বলে জানান আফগানিস্তানের এমপি বাকতাশ এশচি।

(ঊষার আলো-আরএম)