UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতি প্রস্তুতি মামলায় আরও একজন আটক

ঊষার আলো
জুলাই ১৫, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীতে ডাকাতির প্রস্তুতি মামলায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪জুলাই) রাতে সোনাডাঙ্গা ময়লাপোতা বস্তি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, ময়লাপোতা বস্তি এলাকার আলমগীর হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার(৩৫)। আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হেলাল শিকদার (২৩) এবং জেল্লাল (১৯) নামে দুই জনকে আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে তিনটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৯৯ ধারায় তাদের ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন র‌্যাব ৬। আসামী মিন্টুর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় হত্যা, মাদকসহ ৫-৬টি মামলা রয়েছে।

(ঊষার আলো-আরএম)