UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে আরও ২২৬ মৃত্যু

ঊষার আলো
জুলাই ১৫, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে এবং মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এদিনে আরও সুস্থ হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ পাঁচ হাজার ৮০৭ জন। এদিকে, মারা যাওয়া ২২৬জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগের ৭৪ জন, খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ ও ময়মনসিংহে ১০ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)