ঊষার আলো রিপোর্ট : সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ কোটি ২৩ লাখ ৫৭ হাজার নয়শ ৭৩ জন এবং মারা গেছে ২৭ লাখ ২ হাজার ৪শ ৫৭ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৯শ ৬৮ জন এবং বর্তমানে করোনা আক্রান্ত ২ কোটি ১০ লাখ ৪ হাজার পাঁচশ ৪৮ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ১শ ৪১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৮শ ৮০ জন এবং মারা গেছে ৫ লাখ ৫২ হাজার ৪শ ৭০ জন ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।
(ঊষার আলো-এম.এইচ)