UsharAlo logo
শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

usharalodesk
জুলাই ১৬, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় চলে গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার মৃত্যু হয়। শুক্রবার (১৬ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়টি জানানো হয়।

হাবীব এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন। তিনি গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আহসান হাবীব ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেছিলেন। গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান তিনি।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই ও ২ বোনসহ গুণগ্রাহী রেখে গেছেন।  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এদিকে, আইজিপি ড. বেনজীর আহমেদ আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন দিলেন।

(ঊষার আলো-আরএম)