UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে সিনোফার্মের আরও বিশ লাখ টিকা আসছে আগামীকাল

ঊষার আলো
জুলাই ১৬, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীন থেকে কেনা ‍চুক্তির দেড় কোটি ডোজের মধ্যে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ কাল শনিবার রাতে ঢাকায় আসছে। এর আগে চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

শুক্রবার(১৬জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে। সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। ৩ মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। এছাড়াও, চীন থেকে উপহার হিসেবে ২ দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

(ঊষার আলো-আরএম)