UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় যশোরের সাংবাদিক তোতার ইন্তেকাল

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনায় আক্রান্ত হয়ে প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মিজানুর রহমান তোতা (৬৫) মারা গেছেন । আজ (শনিবার) সকাল ৭টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কভিড-১৯-এ আক্রান্ত ছিলেন এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।

১৯৫৭ সালের ৩০ ডিসেম্বর ঝিনাইদহ শহরের চরমুরারীদহে জন্মগ্রহণ করেন তিনি। যশোর শহরে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য, প্রেস ক্লাব যশোরের একবার সেক্রেটারি ও ৩ বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ ৪৩ বছর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। আজ বাদ জোহর যশোর শহরের খয়েরতলা জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন  এবং সম্পাদক আহসান কবীর।

(ঊষার আলো-আরএম)