UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান আটক

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ইউপি নির্বাচন
আরিফুর রহমান, বাগেরহাট : প্রথম ধাপের তফশীল মতে মনোনয়ন জমাদানের শেষদিন রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে দুইজন মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতের এ সংঘর্ষে উভয় পক্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের ওই রাতেই সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুলিবর্ষণকারী সন্দেহে ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল হোসেনসহ ৪ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা জানান, সদরের ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত বর্তমান ইউপি সদস্য সজীব তরফদার ও আওয়ামী লীগ সমর্থিত মেম্বর প্রার্থী ওয়াহিদ মোস্তফা বাপ্পি গ্রুপ এলাকার আধিপত্য নিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাপ্পি সমর্থক রুহুল আমিন (৪০), নওশের শেখ (৪২), মাহাফুজ শেখ (৩৪), রবিউল (৩২), অনিক তরফদার (১৩), মিকাইল (৩২), হেলাল গাজী (৩৫), মিলন সেখ (৩৮), রিন্টু তরফদার (৩৮), বেলাল শেখ (৩৪), দুর্জয় (১৬) ও ইমাম গাজী (১০)। এদের কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। অপরদিকে সজীব তরফদার সমর্থকদের মধ্যে সখিনা আক্তার (৫৫), রিপন তরফদার, সোহেল তরফদার ও সুজা তরফদার। আহতদের সকলের বাড়ী ডেমা ও নাগের ডেমা এলাকায়। রাতে এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়ন হয়েছে। এলাকায় উত্তেজনা অব্যাহত আছে। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম শুক্রবার সকালে জানান, সদরের ডেমা ইউনিয়নের নাগের ডেমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গুলি বর্ষনকারি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল হোসেন, তার ছেলে ও মেয়েসহ ৪ জন কে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনা মামলা হয়নি। ঘটনার কারন বিষয়ে বলেন, পুর্ব-শত্রুতার জের ধরে এবং চলমান ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলতি মেম্বর সজিব ও মেম্বর প্রার্থী বাপ্পী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

ঊষার আলো-এমএনএস