UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র করা সেই কার্টুনিস্টের মৃত্যু

usharalodesk
জুলাই ১৯, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড(৮৬) এর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন সে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

১৯৮০ সাল থেকে ওয়েস্টারগার্ড জিলল্যান্ড পোস্টেন পত্রিকার কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন । ২০০৫ সালে মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র অঙ্কন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। এরপর তীব্র বিক্ষোভে ফেটে পড়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। অনেক দেশের ডেনমার্কের দূতাবাসে কঠিন হামলা চালানো হয়। অনেকে প্রাণও হারান। এমনকি ওয়েস্টারগার্ডকে অনেকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছিলো। এরই জেরে ২০১২ সালে ফ্রান্সের ১টি ম্যাগাজিনের অফিসে( যারা মুহাম্মদ(স.) এর কার্টুনি ছেপেছিলো ) হামলা চালানো হয়। হামলায় ১২ জনের মৃত্যু হয়েছিলো।

(ঊষার আলো-আরএম)