UsharAlo logo
সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে রেকর্ড ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

usharalodesk
জুলাই ২৪, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১০৪ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে এ তথ্য জানা যায়।

এতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যা এ বছরের সর্বোচ্চ শনাক্ত রোগী। তার আগে শুক্রবার (২৩ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। জুলাই মাসের ২৪ দিনেই ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। শনাক্ত রোগীর ৯৯ শতাংশই হল ঢাকার বাসিন্দা।

সারাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৪১৯ জন আর বাকি ৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ১ হাজার ১৪৯ জন।

(ঊষার আলো-এফএসপি)