UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ২৬, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন।

২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ১৫ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

আজ সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় কোভিড শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ ও করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৭২ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের ১২ জন, ময়মনসিংহ বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৬ জন ও রাজশাহী বিভাগের মোট ২১ জন।

(ঊষার আলো-এফএসপি)