UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ের কারনেই পিছিয়ে যায় সাফল্য! 

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জীবনে প্রায় সকল কাজই আমরা করে থাকি সফলতা পাওয়ার জন্য। কিন্তু অনেক সময় চেষ্টা করার পরও আমরা সেই কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হই।

আর কাজে ব্যর্থ হলেই প্রথমেই যেটা হয় তা হল আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সামনের কাজগুলো করতে আমাদের ভিতর এক ধরনের ভয় ঢুকে যায়। আর বিশেষজ্ঞরা বলেন, এই ভয়ই অনেক কাজে আমাদের সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।

একটি কাজ করা যাক তাহলে, কাজে সাফল্যের চিন্তা না করে আগে আসুন ভয়কে জয় করার উপায় জেনে নেওয়া যাক:

  • ঠিক-ভুল মিলিয়েই হল মানুষ। কেউ সব কাজ সব সময় সঠিকটাই করবে এটা ভাবাটাও ভুল।
  • জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে জীবনের ভুলগুলোকে ভয় না পেয়ে, নতুন করে উদ্যম এবং সাহস নিয়ে কাজ শুরু করতে হবে।
  • অনেক মানুষের ভেতরে অথবা অনুষ্ঠানিক বক্তব্য দিতে চাকরির সাক্ষাৎকারের সময় অনেকেই ভয় পান। আর এ ভয়ের মূল্য অনেক দিন পর্যন্ত দিতে হয় অনেককেই।
    •  কথা বলার ভয় এড়াতে বন্ধুদের সাথে বার বার চর্চা করা যেতে পারে।
    •  হেরে যাওয়ার ভয়ে অনেকেই চেনা পরিধির বাইরে বের হতে চান না।
    •  পরিচিত গণ্ডি না পেরোলে সফলতাও আটকে যাবে এক জায়গায় এসে
    মনে রাখতে হবে, ছোট ছোট ঝুঁকি নিয়েই নিজেকে তৈরি করতে হয়।
    •  কোনও কাজ করতে গেলে সমালোচনা হবে। এই সমালোচনাকে ভয় না করে শিক্ষা নিতে হবে, যেন পরবর্তীতে আগের করা ভুলগুলো কমানো যায়।
    ঠিক এভাবেই নতুন কিছু শেখা হবে এবং নিজেকে সমৃদ্ধ করা যাবে। ধীরে ধীরে একসময় ভয়গুলো কেটে যাবে এবং সাফল্যও আসবে বেশ সহজে।

(ঊষার আলো-এফএসপি)