UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রফি নিয়ে টাইগাররা ফিরেছে দেশে

ঊষার আলো
জুলাই ২৯, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়েতে সফল মিশন শেষ করে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (২৯ জুলাই) সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছেছে জাতীয় দলের বহর।

মঙ্গলবার দিবাগত রাত ৪টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) টিমটি হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশ্যে শুরু হয় যাত্রা।

এরপর জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌছায়। এরপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছে। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ টিম।

বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন সকাল ৯টা ১২ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছি আমরা।’মুমিনুল হকের নেতৃত্বে ১ ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেন তামিম ইকবালের দল। তারপর মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল জিতেছে ২-১ ব্যবধানে।

(ঊষার আলো-আরএম)