UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার তিন হাসপাতালে আরও ৮ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ৩০, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টয় করোনায় খুলনার ৩ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এর মধ্যে, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ২ জন এবং গাজী মেডিক‌্যাল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালে মৃত্যু না হলেও চিকিৎসাধীন আছেন ৩৯জন, আর সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে টানা ৪দিন ধরে করোনায় আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি। এ হাসপাতালের করোনা ইউনিটে ৫৭ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি ১০ জন।

এর আগে, গত ২৪ ঘন্টায় খুলনার হাসপাতালগুলোতে বৃহস্পতিবার ১৬ জনের ও বুধবার ১১ জনের মৃত্যু হয়। সেই তুলনায় আজ (শুক্রবার) মৃত্যুর সংখ্যা কমেছে।

শহীদ আবু নাসের হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মৃতরা হলেন, খুলনা নগরীর ২১, শামসুর রহমান রোডের মনোয়ারা বেগম (৬৭) এবং বাগেরহাট মোড়েলগঞ্জের দেলোয়ার হোসেন (৭০)। করোনা ইউনিটে ভর্তি ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

গাজী মেডিক‌্যাল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মৃতরা হলেন, খুলনার বয়রা রায়েরমহল এলাকার শেখ আব্দুস সবুর (৭৫), ঝিনাইদহ কোটচাঁদপুরের মো. আনসার উদ্দিন (৮০) ও ঝিনাইদহের কালিগঞ্জের একতারপুরের লুৎফর রহমান (৯০)। এ হাসপাতালের চিকিৎসাধীন আছেন আরও ৬৮ জন।

(ঊষার আলো-আরএম)