UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইডি কার্ড ঠিক করতে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের ঘুষ দাবি

usharalodesk
মার্চ ২০, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের মৃত আলীমদ্দিনের স্ত্রী সালেহা বেগম। বয়স তার পাক্কা ৬০ বা ৬৫ বছর। কিন্তু ভুলবশত: ভোটার আইডি কার্ডে সালেহার বয়স ৩৫ বছর। ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী তিনি বয়স্ক ভাতাসহ সরকারি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না মর্মে জানিয়েছেন বয়স্কা নারী সারেহা বেগম। যখন ভোটার আইডি সংক্রান্ত গ্যাড়াকলে পড়ে দিকবিদিক হারিয়ে সালেহা বেগম ছুটে যায় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে। তখন নির্বাচন অফিস থেকে তাকে দুই হাজার টাকা হলে তার আইডি কার্ড ঠিক করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়। “আমি গরীব মানুষ ভিক্ষা করে দিনাতিপাত করি আমি এক মোটে দুই হাজার টাকা কোথায় পাব? বলে সাংবাদিকের নিকট অভিযোগ করে জানান বয়সের ভারে নুয়ে পড়া সালেহা বেগম। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার কথা বলতে রাজি হননি।

(ঊষার আলো-এমএনএস)