UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় করোনায় মৃত্যুর মিছিল কমছে, প্রাণহানি ৪

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার ২টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।

এছাড়া, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭ জনের মধ্যে রেড জোনে ৫০, ইয়ালো জোনে ৫৩, আইসিইউতে ২০ ও এইচডিইউতে ১৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ঘন্টায় প্রাণ হারানো ব্যক্তি হলেন গোপালগঞ্জের গোবরা এলাকার ফয়জুল চৌধুরী (৫০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৪৩ জন রোগীর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন।

(ঊষার আলো-আরএম)