UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় একদিনে আরও ২৩১ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ১, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২০ হাজার ৯১৬ জন।

৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১৪ হাজার ৮৪৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এই পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

আজ রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন ও এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ ও এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ২৩ শতাংশ। আর সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ। এবং করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭৭ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের মোট ১৮ জন।

(ঊষার আলো-এফএসপি)