UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইফা

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চলতি বছরে রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৪ অথবা ১৫ এপ্রিল হতে রমজান শুরু হবে।

আজ রবিবার (২১ মার্চ) গণমাধ্যমে এই চিঠি পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ইফা ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি এবং ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট এবং ইফতারির সময় ৬টা ২৩ মিনিট। কিন্তু দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে এবং ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি এবং ইফতার করবেন বলেও উল্লেখ করেছেন ইসলামিক ফাউন্ডেশন।

(ঊষার আলো-এফএসপি)