আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ ভারতীয় ফেনসিডিলসহ বহনকারি দুই নারী-পুরুষ কে আটক করেছে।
আটককৃতরা হলো, খুলনা পাইকগাছা উপজেলার গাদাইপুর গ্রামের ইকরামুল জোমাদ্দারের স্ত্রী রাশিদা খাতুন (৩৫) ও সাতক্ষীরা জেলা সদরের হাড়দ্দাহ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর হোসেন (৩৮)। গোপন খবরের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের নোনাডাঙ্গা এলাকা হতে রবিবার (০১ আগস্ট) বিকেলে তাদেরকে আটক করা হয়।
মোল্লাহাট থানার নবাগত ওসি সোমেন দাস সোমবার সকালে জানান মোল্লাহাট থানার একদল পুলিশ ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গাওলা এলাকা থেকে বহিরাগত নারী ও পুরুষকে চ্যালেঞ্জ করে। অভিনবভাবে নির্মিত বডি ফিটিং কটি দ্বারা বহনকৃত মহিলার শরীরের সাথে ফেন্সিডিল সহ মোছাঃ রাশিদা খাতুন ও সাথে থাকা মোঃ আলমগীর হোসেন’কে আটক করে। দেহ তল্লাশি করে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করে বলে তারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে ভারতীয় এ ফেনসিডিল দেশের বিভিন্ন প্রান্তে পৌছে দেয়ার কাজ করে আসছে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার সকালেই বাগেরহাট আদালতে প্রেরন করা হয়।