UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহযোগীসহ ডাক্তার ঈশিতা ৬ দিনের রিমান্ডে

usharalodesk
আগস্ট ২, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, আজ ২ আসামিকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণা এবং মাদকদ্রব্য আইনের পৃথক ২ মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার(১ আগস্ট) সকালে মিরপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসক ঈশিতা এবং তার সহযোগী দিদারকে আটক করেন র‌্যাব-৬। এসময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ এবং ব্রিগেডিয়ার জেনারেল পদের ২টি ইউনিফর্ম, র‌্যাংক ব্যাচ উদ্ধার করেন র‌্যাব। এঘটনায় সোমবার রাজধানীর শাহ আলী থানায় ঈশিতার বিরুদ্ধে বাদী হয়ে ৩ মামলা দায়ের করেন র‍্যাব। এরমধ্যে ২০১৮ সালের মাদক আইনে, ১টি প্রতারণা ও ১টি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)