ঊষার আলো ডেস্ক : টোকিও অলিম্পিকের হকি ইভেন্টে ভালো খেলেছে ভারতের নারী এবং পুরুষ। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন ভারতের পুরুষ দল। বৃহস্পতিবার(৫আগস্ট) শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেলেন ভারত।
ম্যাচে যদিও ০-১ গোলে পিছিয়ে ১ম কোয়ার্টার শেষ করে ভারত। কিন্তু ২য় কোয়ার্টারের শুরুতেই সিমরনজিৎ গোল করে সমতায় ফেরান। এরপর লড়াইয়ে ফেরেন ভারত। দ্বিতীয় কোয়ার্টারে গোল দেওয়া আর শোধের দুর্দান্ত লড়াই চলে। জার্মানি পর পর ২ গোলে ৩-১ গোলে লিড নেয়। এরপরও ভেঙে পড়েননি ভারতীয় খেলোয়াড়রা। ২ গোল শোধ করে ফের লড়াইয়ে ফিরে আসেন। ৩-৩ সমতায় শেষ হয় ২য় কোয়ার্টার।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে লিড পান ভারত। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রূপিন্দর পাল সিংহ। কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। ৫-৩ গোলে এগিয়ে যেয়ে ব্রোঞ্জ পদকের রঙ দেখতে শুরু করেন ভারত।
৪র্থ কোয়ার্টারে সমতায় ফিরতে প্রাণপণ চেষ্ট করে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে ১ জন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও চেষ্টা করে তারা। একের পর এক পেনাল্টি কর্নার তারা আটকে দেয়। কিন্তু ভারতের রক্ষণকে ভাঙতে পারেনি। ফলে ৫-৩ গোলে জয়লাভ করে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ ছিনিয়ে নেয় ভারত।
(ঊষার আলো-আরএম)