UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিক, চীনের ১৪ বছর বয়সী ডাইভারের বিশ্ব রেকর্ড

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুয়ান হংচ্যান চীনের ১৪ বছর বয়সী এই ডাইভার ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন সোনা। তার ১৫ বছর বয়সী সতীর্থ চেন ইউশি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এ ইভেন্টে অংশ নিয়ে পেয়েছেন রৌপ্য।

চেনের সাথে প্রথম রাউন্ডে পেরে ওঠেননি কুয়ান। কিন্তু পরের রাউন্ডে তাকে পেছনে ফেলেন। ৪৬৬.২০ স্কোর করে প্রথম হন তিনি ও চেনের স্কোর ৪২৫.৪০, আর অস্ট্রেলিয়ার মেলিসা উ ৩৭১.৪০ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর প্রথমবার মেয়েদের ডাইভিংয়ের সকল ইভেন্টেই সোনা জিতল চীন।

কুয়ান দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এ ইভেন্টে স্বর্ণ জিতলেন। ১৯৯২ সালের বার্সেলোনা গেমসে তার স্বদেশী ফু মিংশিয়া মাত্র ১৩ বছর বয়সে পান সোনা।

মা-বাবার কথা উজ্জীবিত করেছে কুয়ানকে, ‘তারা আমাকে চাপমুক্ত থাকতে বলেছিলেন। তারা বলেছিল যে পদক পাই আর না পাই কোনো ব্যাপার না, শুধু আমার মতো থাকতে হবে। সেই কথাগুলো আমাকে সত্যিই সহায়তা করেছে।’

জনপ্রিয় চীনা স্ট্রিট ফুড লাতিয়াও খেয়ে এই স্বর্ণ জয় উদযাপন করতে চান কুয়ান।

(ঊষার আলো-এফএসপি)