UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ২৪৮ জনের প্রাণহানি

usharalodesk
আগস্ট ৬, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২২ হাজার ১৫০ জন। ৫ আগস্ট সকাল ৮টা থেকে শুক্রবার(৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে ১২ হাজার ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হলেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

আজ(শুক্রবার) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো খবর বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এসময়ে আরও ১৫ হাজার ৪৯৪ জন করোনা মুক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৬.২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬.৬০ শতাংশ। সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬৬ শতাংশ।

মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ৩৬ জন, বরিশাল বিভাগের ২০ জন, সিলেট বিভাগের ১৬ জন, রংপুর বিভাগের ৮ জন ও ময়মনসিংহ বিভাগের ৮ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)