UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় হাসপাতালের সামনে সরকারি বাহিনীর রকেট হামলা, শিশুসহ নিহত ৭

usharalodesk
মার্চ ২২, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় একটি হাসপাতালের সামনে সরকারি বাহিনীর রকেট হামলায় ১ শিশুসহ ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
২১ মার্চ রোববার দেশটির আলেপ্পো প্রদেশ সংলগ্ন আতারেব শহরের একটি হাসপাতালের কাছে এ হামলা চালানো হয়েছে।
রাশিয়া-তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ওই হামলা চালিয়েছে সরকারি বাহিনী। হামলায় নিহতদের মধ্যে হাসপাতালের ১ কর্মী ও রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১১ জন।
এদিকে হামলাকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস।

(ঊষার আলো- এম.এইচ)