UsharAlo logo
বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান

usharalodesk
আগস্ট ১১, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান। আজ (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিজয়ী হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছে।

জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন বাংলাদেশের অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘২০২১ সালের জুলাইয়ে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই আনন্দের। এ মাসে অনেক অসাধারণ পারফরম্যান্স হয়েছে ও সে কারণেই এটি (পুরস্কার) আমার জন্য বিশেষ কিছু। যখন আমি জয়ে অবদান রাখি তখন সবচেয়ে বেশি আনন্দ এবং সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি।

(ঊষার আলো-আরএম)