UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও উত্তর আফ্রিকায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। তার মধ্যে ইউরোপের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো ইতালির সিসিলি দ্বীপে। ভূমধ্যসাগরের এই দ্বীপে গতকাল বুধবার ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়।

ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএসও) জানিয়েছে, এর আগে গ্রিসের অ্যাথেন্সে ১৯৭৭ সালে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ডিগ্রি সে. তথা ১১৮ ডিগ্রি ফা. রেকর্ড করা হয়েছিল। নতুন রেকর্ড হওয়ার খবরটি সিসিলি কর্তৃপক্ষ নিশ্চিত করে। কিন্তু ডব্লিউএমও-কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করতে হবে।

চলতি সপ্তাহে ভূমধ্যসাগরজুড়ে তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সে. বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও উত্তর আফ্রিকাজুড়ে দাবানলের ফলে কয়েক ডজন মানুষ মারা গেছেন। এর মধ্যে হতাহতের দিক থেকে আলজেরিয়ার অবস্থা খুবই ভয়াবহ। দেশটিতে ৬৫ জন মারা গিয়েছেন। এছাড়াও তুরস্কে অনেক মানুষ নিহত হয়েছেন। ইতালি এবং গ্রিসে অনেক গ্রাম ধ্বংস হয়েছে দাবানলে।

(ঊষার আলো-এফএসপি)