UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু হত্যার নীলনকশাকারীদের বিচারের দাবি’

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নীলনকশা প্রস্তুতকারী নেপথ্য নির্দেশদাতাদের বিচার বিভাগীয় তদন্ত কিংবা কমিশন গঠন করে বিচারের আওতায় আনার দাবি জানালেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি জানান। তিনি আরো জানান, ‘বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার জন্য দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হন বঙ্গবন্ধু। আগামী প্রজন্মের কাছে, সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে তাদের বিচার হওয়া একান্ত প্রয়োজন।

জাতির পিতার রাজনৈতিক দর্শন, আজন্ম লালিত স্বপ্ন আদর্শে তরুণ প্রজন্মকে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি

(ঊষার আলোআরএম)